চট্টগ্রামে বিমান বাহিনীর প্রশিক্ষন বিমান বিধ্বস্ত
ই-বার্তা
প্রকাশিত: ১১ই জুলাই ২০১৭, মঙ্গলবার
| বিকাল ০৪:০২
চট্টগ্রাম
ই-বার্তা ।। চট্টগ্রামের লোহাগড়ার দুর্গম পাহাড়ে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবার (১১ জুলাই) দুপুর পৌনে ৩টার দিকে বিমানটি বিধ্বস্ত হয়।
লোহাগাড়া থানার ওসি মো. শাজাহান বলেন, মঙ্গলবার বেলা সোয়া ২টার দিকে বড় হাতিয়ার ফরিদারঘোনায় দুর্গম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তিনি আরোও বলেন বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান সেখানে বিধ্বস্ত হয়েছে। আমি ঘটনাস্থলে যাচ্ছি।”ঘটানাস্থলে না গেলে এর বেশি জানানো যাচ্ছে না।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রাশিদুল হাসান জানান, ওটা ছিল বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান। দুজন পাইলট ছিল, তারা অক্ষত আছেন।
আগের খবর মিরসরাই ট্রাজেডির ষষ্ঠ বর্ষ আজ
পরবর্তী খবর পাহাড় ধসে শিশু সহ নিহত একই পরিবারের ৫ জন