দৃষ্টিশক্তি ফিরে পাবে না তিতুমীর কলেজছাত্র সিদ্দিকুর


ই-বার্তা প্রকাশিত: ২২শে জুলাই ২০১৭, শনিবার  | বিকাল ০৩:১৯ দুর্ঘটনা

ই-বার্তা ।। বৃহস্পতিবার শাহবাগে শিক্ষার্থী ও পুলিশ সংঘর্ষের ঘটনায় আহত তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুরের দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার বিষয়ে আশাবাদী নন চিকিৎসকরা।

জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক শ্যামল কুমার সরকার। শনিবার দুপুরে অপারেশন শেষে তিনি এ কথা জানিয়েছেন।

ঢামেক চক্ষু বিভাগের সহকারি রেজিস্ট্রার ডা. ওয়াসেক বীন শহিদ জানান, আহত ছাত্র সিদ্দিকুর রহমানের দুই চোখে গুরুতর আঘাত আছে। দৃষ্টি ফিরে পাওয়ার সম্ভাবনা কম। তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত আগারগাঁও চক্ষু হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত ছাত্রের সহপাঠীদের দাবি, তাদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশ লাঠিচার্জ, টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে।

তবে শিক্ষার্থীদের এ দাবি অস্বীকার করে বৃহস্পতিবার শাহবাগ থানার ওসি আবুল হাসান জানিয়েছিলেন, পুলিশের টিয়ারশেলে নয়, ছাত্রদের ছোড়া ফুলের টবের আঘাতে আহত হন সিদ্দিকুর রহমান।

সর্বশেষ সংবাদ

দুর্ঘটনা এর আরও সংবাদ