ফরিদপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ৬


ই-বার্তা প্রকাশিত: ২৯শে জুলাই ২০১৭, শনিবার  | দুপুর ০২:১৬ দুর্ঘটনা

বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে ফরিদপুরের মধুখালী উপজেলার কাজীর রাস্তার হাতিঘাটা এলাকায় ছয়জন নিহত হয়েছেন

গতকাল শুক্রবার রাত ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে উপজেলার হাটিঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ছয়জনের মধ্যে দুর্ঘটনার সময় ঘটনাস্থলেই তিনজন এবং হাসপাতালে তিনজন মারা গেছেন। তবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। আহত বাকিরা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
নিহতরা হলেন, খাইরুন বিবি (৩৫), তাঁর বাবা করিম গাজী (৫৪), একই পরিবারের নাজমুল গাজী (৪০), নাজমুলের স্ত্রী আসিফা বেগম, মাইক্রোবাসের চালক আনিসুর রহমান (২৫) ও তাঁর ভাগ্নে জাহিদ হাসান (১৮)। তাঁদের বাড়ি সাতক্ষীরার পরানপুরে বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, শুক্রবার রাতে উপজেলার কাজীর রাস্তা মোড়ের হাটিঘাটা এলাকায় যশোরের বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মাইক্রোবাসের আট যাত্রীর মধ্যে তিনজন নিহত হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনজন একজন মারা যান। নিহতদের মধ্যে একজন নারী আছেন।

ওসি আরো জানান, এ ঘটনায় মাইক্রোবাসের অন্য চার যাত্রী, বাসের চালক, হেলপার ও সুপারভাইজার আহত হয়। তাঁদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

সর্বশেষ সংবাদ

দুর্ঘটনা এর আরও সংবাদ