চোখ হারানো সিদ্দিকুরের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
ই-বার্তা
প্রকাশিত: ২৪শে জুলাই ২০১৭, সোমবার
| বিকাল ০৪:৪৬
রাজনীতি
ই-বার্তা ।। পুলিশের টিয়ার শেলের আঘাতে তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুর রহমানের চোখের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার দুপুরে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে সিদ্দিকুরকে দেখতে গিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন সিদ্দিকুরকে প্রয়োজন হলে বিদেশে পাঠানো হবে।
ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদের বৈঠকে সিদ্দিকুরের চিকিৎসার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন। সিদ্দিকুরের চিকিৎসার খোঁজ-খবর নিতেই প্রধানমন্ত্রী তাকে পাঠিয়েছেন। সিদ্দিকুরকে সর্বোচ্চ চিকিৎসাসেবা দেয়া হচ্ছে। প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানো হবে।
পুলিশের টিয়ার শেলের আঘাতে সিদ্দিকুরের চোখ ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে ওবায়দুল কাদের বলেন, এটা অভিযোগ। বিষয়টি তদন্তে পুলিশের পক্ষ থেকে তিন সদস্যের কমিটি করা হয়েছে। তিন কার্যদিবসের মধ্যে ওই প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
গত বৃহস্পতিবার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনের সড়কে বিক্ষোভরত শিক্ষার্থীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। এতে সিদ্দিকুর রহমান গুরুতর আহত হন। কাঁদানে গ্যাসের শেলের আঘাতে তার চোখ ক্ষতিগ্রস্ত হয়।
মামলার এজাহারে বলা হয়েছে, মিছিলকারীদের ছোড়া ফুলের টবের আঘাতে তিতুমীর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র মো. সিদ্দিকুর রহমানের (২৩) দুই চোখ জখম হয়।
পরবর্তী খবর অবৈধ সম্পদ অর্জন মামলায় মওদুদের আবেদন খারিজ