অবৈধ সম্পদ অর্জন মামলায় মওদুদের আবেদন খারিজ


ই-বার্তা প্রকাশিত: ২৫শে জুলাই ২০১৭, মঙ্গলবার  | দুপুর ০১:১৯ রাজনীতি

ই-বার্তা ।। অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের মামলায় অভিযোগ গঠনের বিরুদ্ধে বিএনপি নেতা মওদুদ আহমদের আবেদন সরাসরি খারিজ করে দিয়েছে হাই কোর্ট।

তবে মওদুদের আবেদনে এ মামলার আদালত বদলে দিয়ে ছয় মাসের মধ্যে বিচার শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।

মওদুদের আবেদনের শুনানি করে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাই কোর্ট বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেয়।
ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ইমরুল কায়েস গত ২১ জুন এ মামলায় মওদুদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।


ওই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করার পাশাপাশি আদালত পরিবর্তনের আবেদন নিয়ে হাই কোর্টে এসেছিলেন মওদুদ।
ওই আবেদনের ওপর শুনানি করে হাই কোর্ট মঙ্গলবার আদেশ দেয়।
অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে মওদুদের আবেদন সরাসরি খারিজ করে দেওয়া হয় হাই কোর্টের আদেশে।
তবে আদালত পরিবর্তনের আবেদন মঞ্জুর করে মামলাটি ছয় নম্বর বিশেষ জজ আদালত থেকে অন্য আদালতে পাঠাতে মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজকে নির্দেশ দেওয়া হয়।

সাবেক বিএনপি সরকারের আইনমন্ত্রী মওদুদ নিজেই তার আবেদনের ওপর শুনানি করেন। তার সঙ্গে ছিলেন আবদুল্লাহ আল মামুন। অন্যদিকে দুদুকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।

এ মামলার কার্যক্রম স্থগিত চেয়ে আগেও হাই কোর্টে আবেদন করেছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ

বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাই কোর্ট বেঞ্চ গত ১২ জুলাই ওই আবেদনও সরাসরি খারিজ করে দেয়।

সর্বশেষ সংবাদ

রাজনীতি এর আরও সংবাদ