ফিট থাকা পর্যন্ত খেলবেন মাশরাফি : পাপন


ই-বার্তা প্রকাশিত: ৫ই এপ্রিল ২০১৭, বুধবার  | সন্ধ্যা ০৭:২৬ ক্রিকেট

ই-বার্তা প্রতিবেদক ll বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন মাশরাফি যতদিন ফিট থাকবেন ততদিন টি-টোয়েন্টি ক্রিকেট খেলবেন ।বুধবার কলম্বোতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।পাপন আরো বলেন বলেন, মাশরাফি, সাকিব, তামিম ও মুশফিক দলের জন্য অপরিহার্য। মাশরাফি দল থেকে বাদ পড়ার কোনো কারণ নেই। গতকাল ফেসবুকে মাশরাফির দেয়া স্ট্যাটাস নিয়ে তার ভক্তরা বিভিন্ন প্রতিক্রিয়া জানালে বিতর্ক ওঠে । ভক্তদের অনেকেই প্রশ্ন তোলেন তিনি কি নিজেই সরে গেছেন নাকি তাকে সরে যেতে বাধ্য করা হয়েছে। একদিন পর বিসিবি সভাপতি কথা বললেন ব্যাপারটি নিয়ে। এতে বোর্ডের অবস্থান একদমই নিরপেক্ষ এবং তাতে কোন বিতর্কের অবকাশ নেই বলে জানান তিনি।

সর্বশেষ সংবাদ

ক্রিকেট এর আরও সংবাদ