মাশরাফির বিদায়ী ম্যাচে ৪৫ রানের জয়


ই-বার্তা প্রকাশিত: ৭ই এপ্রিল ২০১৭, শুক্রবার  | রাত ১২:০১ ক্রিকেট

ই-বার্তা ডেস্ক ।। শ্রীলঙ্কার বিপক্ষে ২য় টি-টোয়েন্টিতে ৪৫ রানের জয় পেয়েছে টাইগাররা । কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে মাশরাফির বিদায়ী টি-২০ ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে নেমে লঙ্কান বোলারদের বল পিটিয়ে ঝড় তোলেন দুই টাইগার ব্যাটসম্যান ইমরুল কায়েস ও সৌম্য সরকার । সৌম্য-কায়েসের অর্ধশতরানের জুটির ওপর ভর করে বড় সংগ্রহের দিকে যেতে থাকে টাইগাররা। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭৬ রান সংগ্রহ করে টাইগাররা ।৬.৩ ওভারে দলীয় ৭১ রানে বিদায় নেন সৌম্য সরকার। তিনি ১৭ বলে ৩৪ রান করে বিদায় নেন । ৭.৫ ওভারে রান আউটে কাটা পরে বিদায় নেন কায়েস। তিনি ২৫ বলে ৩৬ রান করেন। ১৯ রান করে বোল্ড হন সাব্বির রহমান। সাব্বিরের পর সাকিবও একই পথ অনুসরণ করেন। নুয়ান কুলাসেকারার বল ফাইন লেগ দিয়ে খেলতে গিয়ে বোল্ড হন সাকিব। ৩১ বলে ৪ বাউন্ডারিতে ৩৪ রান আসে সাকিবের ব্যাট থেকে। থিসারা পেরেরার করা ১৮তম ওভারের প্রথম বলে বড় শট খেলতে গিয়েছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত। কিন্তু পেরেরার পিনপয়েন্ট ইয়র্কারে বল মিস করেন ডানহাতি এ ব্যাটসম্যান। ১১ বলে ১ চার ও ১ ছক্কায় ১৭ রান করে মোসাদ্দেক সাজঘরে ফিরেন বোল্ড হয়ে। পঞ্চম বোলার হিসেবে টি-টোয়েন্টিতে হ্যাটট্রিকের স্বাদ পেলেন লাসিথ মালিঙ্গা। মুশফিকুর রহিম, মাশরাফি বিন মুর্তজা ও মেহেদী হাসান মিরাজকে আউট করে হ্যাটট্রিক তুলে নেন ডানহাতি এ পেসার।

সর্বশেষ সংবাদ

ক্রিকেট এর আরও সংবাদ