সুস্থ আছে তোফা-তহুরা


ই-বার্তা প্রকাশিত: ২রা আগস্ট ২০১৭, বুধবার  | দুপুর ০১:৪৭ রাজধানী

ই-বার্তা প্রতিবেদক।। মঙ্গলবার বাংলাদেশের ইতিহাসে প্রথম পাইগোপেগাস শিশু অস্ত্রপচারের মাধ্যমে আলাদা করার পর বিকালেই তাঁদের জ্ঞান ফেরে এবং বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে সুস্থ আছে। তোফা ও তহুরা নামের এই দুই শিশুর অস্ত্রপচার শুরু হয় মঙ্গলবার সকাল ৯টা ৪০ মিনিটে।

চিকিৎসক জানিয়েছেন শিশু দুটি ভালো আছে এবং তাঁদের অল্প অল্প করে খাবার দেয়া হচ্ছে। সংক্রমণের ঝুঁকি কমাতে তাঁদের আরো কিছুদিন হাসপাতালে রাখা হতে পারে।

তোগা-তহুরার কোমর থেকে নিচ অংশ জোড়া লাগানো ছিল কিন্তু মাথা, হাত ও পা আলাদা ছিল। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলা হয় পাইগোপেগাস। ১৬ জন চিকিৎসকের মিলিত অস্ত্রপচারে শিশু দুটিকে আলাদা করা হয়।

সর্বশেষ সংবাদ

রাজধানী এর আরও সংবাদ