অক্টোবরের মধ্যে সরিয়ে ফেলা হচ্ছে কারওয়ান বাজার


ই-বার্তা প্রকাশিত: ৩রা আগস্ট ২০১৭, বৃহঃস্পতিবার  | দুপুর ০১:৩২ রাজধানী

ই-বার্তা ।। রাজধানীর কারওয়ানবাজার স্থানান্তরের সময়সীমা নিয়ে বিপরীতমুখী অবস্থানে ব্যবসায়ী ও ঢাকা উত্তর সিটি করপোরেশন। সিটি করপোরেশন বলছে, অক্টোবরের মধ্যে আমিনবাজার ও যাত্রাবাড়ির বিকল্প মার্কেট দুটি প্রস্তুত হলেই সরিয়ে ফেলা হবে কারওয়ানবাজার।

তবে ব্যবসায়ীদের সংগঠন বলছে, বাজারটি পুরোপুরি স্থানান্তরে সময় দরকার কমপক্ষে দুই বছর। এদিকে, দিনের বেলা নির্ধারিত সময়ের পরও রাস্তার ওপর বাজার বসায় ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।

রোববারের ব্যস্ততম দিন। ঘড়ির কাটায় সকাল ৮টা। কারওয়ানবাজার সংলগ্ন এই রাস্তার পুরোটাই দখল করে দাঁড়িয়ে আছে সবজিবাহী ভ্যান, পিকআপ ভ্যান, সিএনজিসহ বিভিন্ন যানবাহন। রাস্তাতেই চলছে মাল ওঠা-নামা।

নিয়ম অনুযায়ী, সকাল ৮টার আগেই রাস্তা ছেড়ে দেয়ার কথা থাকলেও কে শোনে কার কথা।

বাজারের ব্যস্ততা রাস্তায় চলে আসায় এর প্রভাব পড়ছে যানচলাচলে। রাস্তা পারাপার নিষিদ্ধ হলেও যানবাহন থামিয়ে পণ্য মাথায় নিয়ে ঝুঁকির মধ্যে রাস্তা পার হচ্ছেন ক্ষুদ্র দোকানিরা। পাশাপাশি মালামাল ওঠাতে মাঝরাস্তাতেই যাত্রীবাহী বাসগুলো থেমে পড়ায় দেখা দিচ্ছে কৃত্রিম যানজট।

ঢাকা উত্তর সিটি করপোরেশন বলছে, আগামী অক্টোবরের মধ্যেই ব্যবসায়ীদের চাহিদামতো প্রস্তুত হয়ে যাবে বিকল্প দুই মার্কেট।

তবে কবে নাগাদ পুরো কারওয়ানবাজার স্থানান্তর শেষ হবে তা নিয়ে পাল্টাপাল্টি মত দিয়েছে ব্যবসায়ী ও ডিএনসিসি কর্তৃপক্ষ।

সর্বশেষ সংবাদ

রাজধানী এর আরও সংবাদ