উন্নয়নের নামে ১০ টাকার কাজ ১০০ টাকায় করতে হয় : রিজভি


ই-বার্তা প্রকাশিত: ২রা আগস্ট ২০১৭, বুধবার  | বিকাল ০৫:৩৩ রাজনীতি

ই-বার্তা ।। যে কোন উন্নয়নের নামে ১০ টাকার কাজ ১০০ টাকায় করতে হয়। আর যে সমস্ত টাকা হয়েছে সে সমস্ত গেছে ঐসব সন্ত্রাসীদের কাছে। তারাই তাদের কর্মকাণ্ডের মধ্যদিয়ে এ সরকারের পতন ঘটাবে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত মানববন্ধনে এ কথা বলেন তিনি।

এছাড়া সরকারের জনপ্রিয়তা যাচাই করতে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।


এ সময় বগুড়ায় মা ও মেয়েকে নির্যাতনের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রুহুল কবির রিজভী বলেন, যে কোন উন্নয়নের নামে ১০ টাকার কাজ ১০০ টাকায় করে দিতে হয়। আর যে সমস্ত টাকা হয়েছে সে সমস্ত গেছে ঐসব সন্ত্রাসীদের কাছে। তারাই তাদের কর্মকাণ্ডের মধ্যদিয়ে এ সরকারের পতন ঘটাবে।

অপরদিকে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, তাদের যদি আত্মসম্মান বোধ থাকে তবে তারা এই মুহূর্তে জনগণের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বচনের ব্যবস্থা করুক।

সর্বশেষ সংবাদ

রাজনীতি এর আরও সংবাদ