রাজধানীর প্রত্নতাত্ত্বিক স্থাপনাগুলো সংরক্ষণের নির্দেশ প্রধানমন্ত্রীর


ই-বার্তা প্রকাশিত: ২রা আগস্ট ২০১৭, বুধবার  | সন্ধ্যা ০৬:৩০ রাজনীতি

ই-বার্তা ।। রাজধানীর প্রত্নতাত্ত্বিক স্থাপনাগুলো সংরক্ষণে যথাযথ পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংস্কৃতি মন্ত্রণালয়, প্রত্নতত্ত্ব অধিদপ্তর ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করীম সাংবাদিকদের এই নির্দেশের কথা জানান।

ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় নিয়ে প্রয়োজনে কোনো স্থাপনা ভেঙে নতুন করে নির্মাণ, সংরক্ষণ বা সংস্কারের ব্যাপারে পদক্ষেপ নেওয়ারও নির্দেশ দেন শেখ হাসিনা।

বৈঠকে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক আলতাফ হোসেন পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে ৯৩টি স্থাপনার বর্তমান অবস্থা তুলে ধরেন। এসব স্থাপনার মধ্যে রয়েছে মসজিদ, মন্দির, চার্চ, গুরুদুয়ারা, বিদ্যালয়, পার্ক, পানির ট্যাংক, বাংলা একাডেমির বর্ধমান হাউস, আওয়ামী লীগের প্রতিষ্ঠার স্থান-রোজ গার্ডেন, বঙ্গভবনের মানুক হাউস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ঐতিহাসিক ভবন, বুয়েট, ঢাকা মেডিকেল কলেজের প্রধান ভবন, সংসদ ভবনসহ বেশ কিছু স্থাপনা। রাজউক এসব স্থাপনাকে সংরক্ষিত হিসেবে ঘোষণা করেছে।

সর্বশেষ সংবাদ

রাজনীতি এর আরও সংবাদ