ঢাবি’র ভিসি প্যানেলের কার্যক্রম স্থগিতের আদেশ
ই-বার্তা
প্রকাশিত: ৩রা আগস্ট ২০১৭, বৃহঃস্পতিবার
| দুপুর ১২:০৯
বিশ্ববিদ্যালয়
ই-বার্তা।। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগে তিন সদস্যের ভিসি প্যানেলের কার্যক্রম স্থগিত করেছে আপিল বিভাগ। এবং আগামী চার সপ্তাহের মধ্যে এ সংক্রান্ত জারি করা রুল নিষ্পত্তির নির্দেশ দিয়েছে। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে তিন সদস্যের আপিল বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেন। এছাড়া ভিসি নির্বাচিত না হওয়া পর্যন্ত বর্তমান ভিসি তার দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছে আদালত।
গত ২৯ জুলাই বর্তমান উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, কোষাধ্যক্ষ অধ্যাপক কামাল উদ্দিন, বিজ্ঞান অনুষদের ডিন ও নীল দলের আহ্বায়ক আবদুল আজিজের উপাচার্য প্যানেল পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট। কোন ভোট ছাড়াই এই প্যানেল চূড়ান্ত করা হয়। রেজিস্ট্রার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্ধারণ না করে সিনেটে উপাচার্য প্যানেল মনোনয়নের এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছে বিএনপি ও বামপন্থি শিক্ষক ও ছাত্ররা।
ঢাবির বর্তমান উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৪ আগস্ট। তিনি ২০০৯ সালের ১৫ জানুয়ারি উপাচার্য হিসেবে যোগদান করে দীর্ঘ আট বছর ধরে এ দায়িত্ব পালন করছেন।
পরবর্তী খবর ইউল্যাবে দুই দিন ব্যাপী সচেতনতা এক্সিবিশন