ইউল্যাবে দুই দিন ব্যাপী সচেতনতা এক্সিবিশন


ই-বার্তা প্রকাশিত: ৫ই আগস্ট ২০১৭, শনিবার  | দুপুর ০১:৪৫ বিশ্ববিদ্যালয়

ই-বার্তা ।। Speak out from the Shadows টাইটেলে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের স্টুডেন্টস অ্যাফেয়ার্স অফিস আয়োজন করেছে একটি ফটোগ্রাফি এক্সিবিশনের। দুই দিন ব্যাপী এই আয়োজন করা হয়েছে গত ১ ও ২ আগস্ট ইউল্যাবের ক্যাম্পাসে।

ইউল্যাবের সকল কর্মী ও শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ভাবে বিভিন্ন সময় হ্যারাসমেন্টের ধরণ সম্পর্কে সচেতন করতেই এই আয়োজন করা হয়। ভীড়ের মধ্যে বা প্রাইভেট কাজের স্থানে বিভিন্ন সময়ে নারী ও পুরুষেরা হ্যারাজমেন্টের শিকার হয়।

এসব কিছুই উঠে এসেছে এই এক্সিবিশনে ছবির মাধ্যমে। ইভ-টিজিং থেকে শুরু করে পুরুষ ভিকটিমের ধর্ষণ পর্যন্ত মোট ১২টি থিমের উপর এই এক্সিবিশনের ছবি সমন্বয় করেন ইউল্যাবের মিডিয়া স্টাডিজ ও জার্নালিজম বিভাগের শিক্ষার্থী মৃত্তিকা কামাল। তিনি একই সাথে টেরাকোটা ক্রিয়েটিভস মাল্টিমিডিয়ার পরিচালক।

এক্সিবিশনের কিউরেটর ছিলেন ইউল্যাবের শিক্ষক নিলয় আই হোসেইন। ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এইচ এম জহিরুল হক এক্সিবিশনের উদ্বোধন করেন এবং ইউল্যাবের পক্ষ থেকে যেকোনো ধরণের সেকচুয়াল হ্যারাজমেন্ট প্রতিরোধের অঙ্গীকার ব্যক্ত করেন।

সর্বশেষ সংবাদ

বিশ্ববিদ্যালয় এর আরও সংবাদ