বাস চলছে, চালক নেই


ই-বার্তা প্রকাশিত: ৩রা আগস্ট ২০১৭, বৃহঃস্পতিবার  | দুপুর ০১:০৭ ইউরোপ

ই-বার্তা ডেস্ক।। ইউরোপে প্রথমবারের মতো চালু হলো চালকবিহীন বাস। বিবিসি সুত্রে জানা যায়, গত তিনদিন ধরে দুটো চালক বিহীন বাস চলছে ইউরোপের এস্তোনিয়ার রাজধানী তালিনে।

অন্য কোনো যানবাহন বা পথচারীর সাথে এখন পর্যন্ত কোনো দুর্ঘটনা হয়নি বলে জানিয়েছে দেশটির সরকারি সম্প্রচার প্রতিষ্ঠান ইআরআর। তবে বেশ কবার শেষ মুহূর্তে দুর্ঘটনা এড়ানো গেছে। একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন সোমবার সাইরেন এবং ফ্লাশ লাইট সহ একটি পুলিশ কারকে সাইড দেয়নি বাসগুলোর একটি। সংবাদ মাধ্যম ইআরআর আরও জানিয়েছে, যদিও চালক নেই, তবুও ট্রাফিক আইনের অনুসরণ নিশ্চিত করতে বাসে একজনকে থাকতেই হবে।

বাসগুলোর প্রতিটির দাম এক লাখ ইউরো। বেসরকারি খাত থেকে এই বিনিয়োগ এসেছে। আগামী ছয় মাস এই বাস চালু থাকার কথা রয়েছে। এরপর এই বাস চালু থাকবে কিনা এ সম্পর্কে এখনো জানা যায়নি।

সর্বশেষ সংবাদ

ইউরোপ এর আরও সংবাদ