১০ ঘন্টা গ্যাস থাকবে না মিরপুর এলাকায়
ই-বার্তা
প্রকাশিত: ৭ই আগস্ট ২০১৭, সোমবার
| দুপুর ১২:৩৫
রাজধানী
ই-বার্তা ।। মেট্রো রেল প্রকল্প ও গ্যাসের পাইপলাইন স্থানান্তরের কারণে আজ সকাল থেকে ১০ঘণ্টা গ্যাস থাকছে না রাজধানীর মিরপুর এলাকায়।
সোমবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এ গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাগ গ্যাস কর্তৃপক্ষ।
নির্মাণাধীন মেট্রোরেল প্রকল্পের আওতায় গ্যাস পাইপলাইন স্থানান্তরের কারণে সাময়িক গ্যাস সংগযোগ বন্ধে তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে দুঃখ প্রকাশ করেছে।
তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মেট্রোরেল প্রকল্পের আওতায় গ্যাসের পাইপলাইন স্থানান্তরের জন্য গ্যাসের শাট ডাউনের ফলে মিরপুরের আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও সিএনজি গ্রাহকদের জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
আগের খবর সুনসান ৩০০ ফিট এলাকা
পরবর্তী খবর ৪৮ হজ এজেন্সির লাইসেন্স বাতিলের হুমকি