৪৮ হজ এজেন্সির লাইসেন্স বাতিলের হুমকি


ই-বার্তা প্রকাশিত: ৮ই আগস্ট ২০১৭, মঙ্গলবার  | বিকাল ০৩:৫০ রাজধানী

ই-বার্তা ।। ভিসা জটিলতায় হজ ফ্লাইট বাতিলের ঘটনায় হজ এজেন্সিগুলোকে দায়ী করেছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।

সমস্যা সমাধানে অভিযুক্ত ৪৮ হজ এজেন্সিকে ১০ তারিখ পর্যন্ত সময় বেধে দিয়েছেন তিনি।

এ সময়ের মধ্যে সমস্যা সমাধান না হলে অভিযুক্ত হজ এজেন্সির লাইসেন্স বাতিলের ঘোষণা দিয়েছেন ধর্মমন্ত্রী।

মঙ্গলবার দুপুরে রাজধানীর আশকোনার হজ ক্যাম্পে হজের সর্বশেষ পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, একজন হজযাত্রীও পড়ে থাকবেন না। সবাই হজে যাবেন। হজ এজেন্সিগুলোকে আজ আমরা কঠোর নির্দেশনা দিয়েছি। ১০ তারিখ পর্যন্ত তাদের সময় বেধে দেয়া হয়েছে। এর মধ্যে তারা সমস্যার সমাধান না করলে তাদের লাইসেন্স বাতিল করা হবে।

সর্বশেষ সংবাদ

রাজধানী এর আরও সংবাদ