সৌদিতে বাংলাদেশি সহ আটক ৭৭ জন
ই-র্বাতা
প্রকাশিত: ৭ই এপ্রিল ২০১৭, শুক্রবার
| বিকাল ০৪:৫৬
মধ্যপ্রাচ্য
ই-বার্তা প্রতিবেদক।। এক মাসে চালানো এক সন্ত্রাস বিরোধী অভিযানে সৌদি আরবের নিরাপত্তা বাহিনী মার্চ মাসে ৭৭ জন সন্দেহভাজন সন্ত্রাসীকে আটক করেছে। এর মধ্যে বাংলাদেশী নাগরিক ও রয়েছে।
সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিচালিত ওয়েবসাইট নাফিথা তাওয়াসল সম্প্রতি আটককৃতদের একটি তালিকা প্রকাশ করেছে।
সৌদি গেজেটের এক খবরে বলা হয়, আটককৃতরা নয় দেশের নাগরিক। তাদের মধ্যে সৌদির ৫৩ জন, তুরস্কের ১৬ জন এবং দুজন সিরিয়ার নাগরিক। তাছাড়া বাংলাদেশ, মিশর, নেপাল এবং কুয়েতের একজন করে নাগরিক রয়েছেন।
আটক কৃতদের তদন্ত কমিশন এবং সাধারণ আদালতে স্থানান্তর করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিচারকার্যের জন্য তাদের কাগজপত্র চূড়ান্ত করা হয়েছে।