কোরীয় যুদ্ধে ব্রিটেনকে না জড়াতে বিরোধী দলের হুঁশিয়ারি


ই-বার্তা প্রকাশিত: ১৫ই আগস্ট ২০১৭, মঙ্গলবার  | দুপুর ০২:১৪ ইউরোপ

ই-বার্তা।। ব্রিটেনের বিরোধী দল লেবার পার্টির নেতা জেরেমি করবিন প্রধানমন্ত্রী থেরেসা মে’র সরকারকে হুঁশিয়ার করে বলেছেন, উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য যুদ্ধে লন্ডন যেন কোনোভাবেই জড়িয়ে না পড়ে।

পরমাণু ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক উত্তেজনা এবং যুক্তরাষ্টের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের হুমকি পাল্টা হুমকি কারণে পরিস্থিতি অনেক বেশি উত্তপ্ত হয়ে পরেছে।

সামরিক ও রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই মনে করছেন, পিয়ংইয়ং এবং ওয়াশিংটন যুদ্ধের খুব কাছাকাছি অবস্থায় রয়েছে।

ব্রিটিশ দৈনিক সানডে মনিটরে প্রকাশিত এক নিবন্ধে করবিন বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের হুমকি পাল্টা হুমকির কারণে পরিস্থিতি অনেক বেশি উত্তপ্ত হয়ে উঠেছে এবং যুদ্ধের বিপদ বেড়েই চলেছে।

তিনি বলেন, সমস্ত বিবেচনায় ও পুরো বিশ্বের নিরাপত্তার স্বার্থে সংলাপ এবং কূটনৈতিক তৎপরতার মাধ্যেমে যুদ্ধের বিরুদ্ধে চাপ সৃষ্টি করা উচিত। সম্ভাব্য এ যুদ্ধে ব্রিটিশ সরকারের জড়িয়ে পড়া কোনোভাবেই উচিত হবে না।

সর্বশেষ সংবাদ

ইউরোপ এর আরও সংবাদ