সামরিক সমঝতা চুক্তি বাতিল করল রাশিয়া
ই-র্বাতা
প্রকাশিত: ৭ই এপ্রিল ২০১৭, শুক্রবার
| সন্ধ্যা ০৬:৪৬
ইউরোপ
সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন জোট এবং রাশিয়ার জঙ্গিবিমানের মধ্যে যাতে কোনো সংঘর্ষ না হয় এর লক্ষ্যে যে চুক্তি হয়েছে তা বাতিল করে দিয়েছে মস্কো। সিরিয়ার একটি বিমানঘাঁটিতে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার পর এ পদক্ষেপ নিল রাশিয়া।
সিরিয়ায় তৎপর উগ্র সন্ত্রাসীদের বিরুদ্ধে আলাদা আলাদা হামলা চালাতে গিয়ে মার্কিন নেতৃত্বাধীন জোট এবং রাশিয়ার জঙ্গিবিমানের মধ্যে যাতে কোনো সংঘর্ষ না হয় সে লক্ষ্যে ২০১৫ সালে ওয়াশিংটন ও মস্কোর মধ্যে ওই চুক্তি হয়েছিল
সিরিয়ার আকাশে সংঘর্ষ এড়াতে আমেরিকার সঙ্গে যে চুক্তি হয়েছিল তা রাশিয়া স্থগিত করছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, নিঃসন্দেহে ইদলিবের রাসায়নিক হামলার অনেক আগে সিরিয়ার বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর সিদ্ধান্ত নিয়ে রেখেছিল ওয়াশিংটন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এছাড়া দেশটি সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আরো শক্তিশালী করে দেবে বলেও জানানো হয়।
পরবর্তী খবর স্টকহোমে পথচারীদের উপর ট্রাক , নিহত ৩