এবার রাশিয়ার রাস্তায় ছুরি হামলা, আহত ৭
ই-বার্তা
প্রকাশিত: ১৯শে আগস্ট ২০১৭, শনিবার
| রাত ১০:২১
ইউরোপ
ই-বার্তা।। রাশিয়ার সিপরিত শহরে শনিবার স্থানীয় এক ব্যক্তি ছুরি নিয়ে রাস্তার পথচারিদের উপর হামলা চালায়। এলোপাতাড়ি এ হামলায় সাত পথচারী আহত হয়েছেন। পরে পুলিশের গুলিতে হামলাকারী নিহত হয়। ছুরিকাঘাতের শিকার ব্যক্তিদের হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।
স্থানীয় সময় শনিবার বেলা ১১টা ২০ মিনিটে এ হামলা চালানো হয়। পুলিশের ধারণা, হামলাকারী মানসিকভাবে অপ্রকৃতিস্থ ছিল।
হামলার কারণ সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। তবে এ ব্যাপারে অনুসন্ধান চালাতে এরইমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি জানিয়েছে, তারা হামলাকারীকে শনাক্ত করতে পেরেছে। হামলা চালানোর সময়ে তার মানসিক অবস্থা কেমন ছিল; সে সম্পর্কে পর্যালোচনা করা হচ্ছে।
তদন্ত কমিটির একজন মুখপাত্র রয়টার্সকে বলেছেন, এটা সম্ভাব্য সন্ত্রাসী হামলা কিনা- সে ব্যাপারে তিনি কোনও মন্তব্য করবেন না। তার ভাষায়, এটি একটি হত্যাচেষ্টা।
হামলার পর কর্তৃপক্ষ প্রথমে আটজন আহত হওয়ার কথা বললেও পরে জানানো হয়, আহতের প্রকৃত সংখ্যা সাত।