হুমকির মুখে উত্তরবঙ্গের গবাদি পশু


ই-বার্তা প্রকাশিত: ২০শে আগস্ট ২০১৭, রবিবার  | দুপুর ০১:১৭ রংপুর

ই-বার্তা।। এ বছর ভয়াবহ বন্যার কারণে হুমকির মুখে পড়েছে উত্তরবঙ্গের গবাদি পশু বাবসায়ীরা। কোরবানী ঈদকে ঘিরে যাদের জীবিকা নির্ভর করে তারা আজ বেশিরভাগই অনিশ্চয়তায় ভুগছেন। কারণ একে তো বন্যায় ভেসে গেছে সেখানকার মানুষের ঘরবাড়ি আর দেখা দিয়েছে প্রচণ্ড খাদ্য সংকট, এছাড়াও যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে অনেক ব্যবসায়ী শহরের দিকে বা হাটে গবাদি পশু নিয়ে যেতে পারছেন না। শুধু তাই নয়, খাবার ও বিশুদ্ধ পানির অভাবে দূর্বল হয়ে পড়ছে পশুগুলো।

শুধুমাত্র দিনাজপুরেই বন্যায় হুমকির মুখে পড়েছে প্রায় ছয় লাখ গবাদিপশু। সেই সঙ্গে প্রায় ১৪ লাখ হাঁস-মুরগিও আক্রান্ত হয়েছে বন্যায়। বন্যাজনিত নানা রোগে আক্রান্ত হয়েছে এসব গবাদিপশু ও হাঁস-মুরগি। বন্যার পানি কিছুটা নেমে যাওয়া মাত্রই এসব অসুস্থ গবাদিপশু ও হাঁস-মুরগি নিয়ে পশু হাসপাতালে ভিড় করছে বানভাসি মানুষ। বন্যায় বিনষ্ট হয়ে গেছে বিপূল পরিমাণ আবাদি জমি তাই ঘাস ও খরের অভাবে খেতে পারছেনা গবাদি পশুগুলো।

সর্বশেষ সংবাদ

রংপুর এর আরও সংবাদ