উন্নয়নের জন্য কুড়িগ্রামের চার এমপি একত্রিত
ই-বার্তা
প্রকাশিত: ৭ই অক্টোবর ২০১৭, শনিবার
| বিকাল ০৫:৪৩
রংপুর
ই-বার্তা ।। এডিপি’র বরাদ্দকৃত অর্থে জনগুরুত্বপূর্ণ প্রকল্প গ্রহণের লক্ষ্যে কুড়িগ্রাম জেলা পরিষদের উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
এই প্রথমবারের মতো কুড়িগ্রামের চার সংসদ সদস্য বরাদ্দকৃত সাড়ে ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্প গ্রহণে একত্রিত হয়ে মতামত দিয়েছেন।
জেলা পরিষদের হলরুমে আয়োজিত সভায় শনিবার (০৭ অক্টোবর) বিকেলে কুড়িগ্রামের ৪টি আসনের সংসদ সদস্য এবং জেলা পরিষদের নির্বাচিত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কুড়িগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মো. জাফর আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন- বিরোধীদলীয় চিফ হুইপ ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য তাজুল ইসলাম চৌধুরী, সাবেক মন্ত্রী ও কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য এ কে এম মাঈদুল ইসলাম মুকুল, কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য মো. রুহুল আমিন, কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য এ কে এম মোস্তাফিজুর রহমান।
সভা সঞ্চালনা করেন- কুড়িগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আলেয়া খাতুন।
আগের খবর হুমকির মুখে উত্তরবঙ্গের গবাদি পশু
পরবর্তী খবর দ্বিতীয় ধরলা সেতু খুলে দেয়া হবে এ বছর