দ্বিতীয় কন্যাকে স্বাগত জানাতে দুই মাস ছুটি নিচ্ছেন জাকারবার্গ
ই-বার্তা
প্রকাশিত: ২০শে আগস্ট ২০১৭, রবিবার
| দুপুর ০১:৫৮
অন্যান্য
ই-বার্তা ডেস্ক।। দ্বিতীয় কন্যা সন্তানের মুখ দেখতে চলছেন ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। এই উপলক্ষে তিনি দুই মাসের পিতৃত্বকালীন ছুটি কাটবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। কন্যার জন্মের পর তিনি এই ছুটি নেবেন।
জাকারবার্গের প্রথম কন্যা সন্তানের জন্ম হয় ২০১৫ সালের ডিসেম্বরে। স্ত্রী প্রিসিলা চ্যান প্রথম কন্যা সন্তানের জন্ম দেয়ার পরেও দুই মাসের পিতৃত্বকালীন ছুটি নিয়েছিলেন জাকারবার্গ। গত শুক্রবার প্রথম কন্যার ছবি ফেসবুকে পোস্ট করে সেখানে তাঁর দ্বিতীয়বার বাবা হওয়ার উৎফুল্লতার কথা জানান। তিনি যাতে তাঁর শিশু সন্তানের পৃথিবীতে আসার শুরুর মূহুর্ততে সময় দিতে পারেন তাই এই ছুটি নেয়া।
ফেসবুকের সকল কর্মীদের জন্য চার মাস পিতৃত্বকালীন ও মাতৃত্বকালীন ছুটি দেয়া হয় যাতে করে তারা তাদের সন্তানদের সঙ্গে এই বিশেষ সময় কাটাতে পারেন।
আগের খবর বেশি লিঙ্ক শেয়ার করলে আটকাবে ফেসবুক
পরবর্তী খবর বাজারে এলো ৪০০ জিবির মেমরি কার্ড