এই ঈদে বিটভিতে থাকছেন চিরদিনের সাবিনা
ই-বার্তা
প্রকাশিত: ২৪শে আগস্ট ২০১৭, বৃহঃস্পতিবার
| রাত ০১:৩৩
সংগীত
ই-বার্তা।। অনেকদিন পর বিটিভির একক সঙ্গীতানুষ্ঠানে অংশ নিলেন নন্দিত কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন। ঈদ উপলক্ষে নির্মিত এ অনুষ্ঠানের নাম চিরদিনের সাবিনা। রোববার এর রেকর্ডিং সম্পন্ন হয়েছে। এ আয়োজনে তিনি গেয়েছেন রজনীগন্ধা চলচ্চিত্রের আমি রজনীগন্ধা ফুলের মতো, আসামির ও রে ও পরদেশি, সমাধানের প্রেম যেন মোর গোধূলি বেলা, বধূ বিদায়ের একটুস খানি দেখো, মানসীর এই মন তোমাকে দিলাম, শ্রাবণ মেঘের দিনের আমার ভাঙা ঘরে ভাঙা চালা, ছন্দ হারিয়ে গেলোর গীতিময় সেইদিন চিরদিন এবং সমাধি চলচ্চিত্রের জনপ্রিয় গান ও আমার রসিয়া বন্ধুরে। এ ছাড়া অনুষ্ঠানে থাকছে নজরুল ইসলাম বাবুর লেখা অজিৎ রায়ের সুরে দেশের গান একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার। এ প্রসঙ্গে সাবিনা ইয়াসমিন বলেন, দেড় বছর পর বিটিভির ঈদ আয়োজনে গাইলাম। এবারের আয়োজন কিছুটা ভিন্ন ধরনের। জনপ্রিয় কিছু গান দিয়ে অনুষ্ঠানটি সাজানো হয়েছে, যা অনেকের ভালো লাগবে বলে আশা করছি।
চিরদিনের সাবিনা অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন জনপ্রিয় কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন। প্রযোজনা করেছেন নূর আনোয়ার রঞ্জু। ঈদের পরদিন সন্ধ্যা ৭টায় বিটিভিতে অনুষ্ঠানটি প্রচার হবে বলে আয়োজকরা জানান।
পরবর্তী খবর গান করা সম্ভব সুরকে শাসন করেও