ইলিশ মাছের দাবিদার শুধুই বাংলাদেশ


ই-বার্তা প্রকাশিত: ২৫শে আগস্ট ২০১৭, শুক্রবার  | দুপুর ১২:৫৪ বাণিজ্য

ই-বার্তা ।। ইলিশ মাছ কয়েকটি দেশের নদীতে খুব সামান্য পরিমান পাওয়া গেলেও বর্তমানে ইলিশের দাবিদার শুধুই বাংলাদেশ।

বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে মৎস্য অধিদফতরের কাছে বাঙালি জাতির ঐতিহ্যবাহী এ ইলিশ মাছের ভৌগলিক নির্দেশক (জিআই) পণ্যের নিবন্ধন সনদ হস্তান্তর করা হয়েছে।

এ উপলক্ষে রাজধানীর সিরডাপ মিলনায়তানে বাংলাদেশ ইলিশ এর ভৌগলিক নির্দেশক (জিআই) পণ্যের নিবন্ধন সনদ প্রদান সংক্রান্ত একটি অনুষ্ঠানের আয়োজন করে শিল্প মন্ত্রণালয়।

এতে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মৎস্য অধিদফতরের মহাপরিচালক আরিফ আজাদের কাছে জিআই সনদ তুলে দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ ও শিল্প সচিব মোহাম্মদ আব্দুল্লাহ। এ সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইলিশের জিআই এর নিবন্ধন সনদ হস্তান্তর করে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, এ হস্তান্তর অনুষ্ঠানের মধ্য দিয়ে ইলিশের জিআই পণ্যের আনুষ্ঠানিক মর্যাদা পেল বাংলাদেশ।

এর ফলে বিশ্বের আরও কিছু স্থানে ইলিশের দেখা মিললেও ভৌগলিক উৎত্তিস্থল হিসাবে পরিচিতি পাবে বাংলাদেশই। জামদানির পর কোনো পণ্যের এ ধরনের জিআই সনদের নিবন্ধন বাংলাদেশে এটি দ্বিতীয়।

সর্বশেষ সংবাদ

বাণিজ্য এর আরও সংবাদ