দুর্ভোগের চরমে পৌঁছাবে দৌলতদিয়া-পাটুরিয়া ঘাট: আশঙ্কা স্থানীয়দের
ই-বার্তা
প্রকাশিত: ২৬শে আগস্ট ২০১৭, শনিবার
| সকাল ১১:২৩
ঢাকা বিভাগ
ই-বার্তা।। বর্ষার ভরা মৌসুম, অথই পদ্মায় পানি , তাই ঘুর পথে চলতে গিয়ে ফেরির ট্রিপ সংখ্যা কমে গেছে। আবার বিকল হয়ে পড়ে থাকায় ফেরির সংখ্যাও কমে গেছে। এ কারণে যানজট দেখা দিয়েছে দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটে। ঈদের আগে ফেরি ও ট্রিপ সংখ্যা বাড়ানো না হলে যাত্রী দুর্ভোগ চরমে পৌঁছাবে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
বাংলাদেশ অভ্যন্তরীন নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)দৌলতদিয়া ঘাট অফিস সূত্রে জানা যায়, পদ্মার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে চলাচলকারী ফেরিগুলো স্বাভাবিক গতিতে চলতে পারছে না। তাই নির্দিষ্ট চ্যানেল ছেড়ে ভাটিপথ ঘুরে চলাচল করছে ফেরিগুলো। এতে স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ সময় লেগে যাওয়ায় ফেরির ট্রিপ সংখ্যা কমে প্রায় অর্ধেকে নেমে এসেছে। ফলে নদী পারাপার হতে যানবাহনগুলোকে দীর্ঘ সময় ঘাটে আটকে থাকতে হচ্ছে।
তবে (বিআইডব্লিউটিসি) আরিচা অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আজমল হোসেন বলেন, প্রকৃতি ভালো থাকলে ঘাট এলাকায় ঈদে ঘরমুখো মানুষের কোনও ভোগান্তি হবে না। ঈদের আগে এই রুটে ১৮টি ফেরি মোতায়েন করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।
এদিকে এ রুটে চলাচলকারী অধিকাংশ ফেরিই পুরনো। এ কারণে প্রায়ই যান্ত্রিক ত্রুটি দেখা দিচ্ছে ফেরিগুলোয়। বহরে থাকা ছোট-বড় ১৬টি ফেরির মধ্যে পাঁচটি বিকল হয়ে আছে। এর মধ্যে রো-রো (বড়) ফেরি আমানত শাহ ও এনায়েতপুরী ভারী মেরামতকাজের জন্য নারায়ণগঞ্জ ডকইয়ার্ডে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
পরবর্তী খবর আশুলিয়ার গরুর হাটে বোমা আতংকে ভেঙ্গে গেলো হাট