ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতুর টোল আদায় বন্ধ


ই-বার্তা প্রকাশিত: ২৯শে নভেম্বর ২০১৭, বুধবার  | দুপুর ০১:৪৭ ঢাকা বিভাগ

ই-বার্তা ।। ঘন কুয়াশার কারণে বুধবার ভোর থেকে টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড়ে টোল আদায় বন্ধ রাখা হয়। এতে সেতুর দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ৪ ঘণ্টা পর বুধবার সকাল ৯টার কিছু পরে টোল আদায় শুরু হলেও, এখনো রয়েছে যানজট। থেমে থেমে চলছে যানবাহন। দুর্ভোগে পড়েছেন চালক ও যাত্রীরা।

বঙ্গবন্ধু সেতুর টোল আদায় ঘন কুয়াশার কারনে বন্ধ থাকায় সেতুর দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পরেছে চালক ও যাত্রীরা।

পুলিশ জানায়, বুধবার সকাল সারে ৭টা থেকে প্রচুর পরিমানে ঘন কুয়াশা থাকায় বঙ্গবন্ধু সেতুর টোল আদায় বন্ধ রাখা হয়। ফলে সেতুর দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে ভোগান্তিতে পরেছে গাড়ি চালক ও যাত্রীরা ।

কিন্তু কোথাও কোন প্রকার দূর্ঘটনার সংবাদ পাওয়া যায়নি। যানজট নিরসনে পুলিশ মহাসড়কে কাজ করছে। দ্রুত সময়ের মধ্যে যানজট নিরসনের জন্য কাজ করছে পুলিশ।

সর্বশেষ সংবাদ

ঢাকা বিভাগ এর আরও সংবাদ