মার্কিন বিমান হামলায় সিরিয়ার ২০ বিমাস ধ্বংস


ই-র্বাতা প্রকাশিত: ৮ই এপ্রিল ২০১৭, শনিবার  | বিকাল ০৫:০৬ মধ্যপ্রাচ্য


ই-বার্তা প্রতিবেদক।। সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় হোমস প্রদেশের আশ-শাইরাত বিমান ঘাঁটিতে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২০টি বিমান ধ্বংস হয়েছে বলে পেন্টাগনের এক কর্মকর্তা দাবি করেছেন।

গতকাল সিরিয়ার বিমান ঘাঁটিতে গতকাল এ হামলা চালানো হয়েছে।হামলায় সিরিয়ার ছয়টি মিগ-২৩ বিমান ধ্বংস হওয়ার কথা জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

ঘাঁটি লক্ষ্য করে প্রায় ৬০টি টমাহক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ার ইএসএস রোজ ও ইউএসএস পোর্টার থেকে এ হামলা চালানো হয়।
পেন্টাগনের এক মুখপাত্র কয়েকটি পেট্রোল কেন্দ্র এবং ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংসের দাবি করেন ।
হোমসের গভর্নর তালাল আল-বারাজাই বলেছেন, মার্কিন হামলায় নয় বেসামরিক নিরীহ মানুষসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন।

এদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, আমেরিকার ছোঁড়া মাত্র ২৩টি ক্ষেপণাস্ত্র বিমান ঘাঁটিতে আঘাত করতে পেরেছে। বাকি ৩৬ ক্ষেপণাস্ত্র লক্ষ্য ভ্রষ্ট হয়েছে। বিমান ঘাঁটির রানওয়ে এবং ট্যাক্সিওয়ে ক্ষতিগ্রস্ত হয়নি।

সর্বশেষ সংবাদ

মধ্যপ্রাচ্য এর আরও সংবাদ