মুস্তাফিজ এবারও কোহলিদের জন্য হুমকি।


ই-বার্তা প্রকাশিত: ৮ই এপ্রিল ২০১৭, শনিবার  | সন্ধ্যা ০৬:৪৫ ক্রিকেট

ই-র্বাতা প্রতিবেদক।।মুস্তাফিজ এবারও কোহলিদের জন্য হুমকি। গতবছর কোহলির রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল মুস্তাফিজের সানরাইজার্স হায়দরাবাদ। এবারও এই দুদলকে শিরোপা লড়ইয়ে প্রতিদ্বন্দ্বী বলে এগয়িে রাখছনে সর্মথকরা।

সানরাইজরার্স হায়দরাবাদের এ বাংলাদেশি তারকার অপেক্ষায় ব্যাঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি। তিনি চান দ্রুত দলে যোগ দিক মুস্তাফিজ ।
সানরাইজার্স হায়দরাবাদের অফসিয়িাল ফেসবুক পজেে কোহলি লিখেছেন, মুস্তাফিজ এখানে খেলায় আমি গর্বিত। আশা করি খুব শিগরির ফিজ দলের সঙ্গে যোগ দিবেন। ৫ এপ্রিল শুরু হয় চলতি বছরের আইপিএল। ওই দিনই ম্যাচ ছিল মুস্তাফিজের দল সানরাইজার্স হায়দরাবাদের। মুস্তাফিজকে ছাড়াই ওই ম্যাচে জয় পায় হায়দরাবাদ। দলটির পরের ম্যাচ ৯ এপ্রিল। ওই ম্যাচও খেলা হবে না তার। ১২ এপ্রিল তৃতীয় ম্যাচে মাঠে নামবে তার দল। বাংলাদেশি এ পেসারের জন্য অধীর হয়ে আছে সানরাইজার্স হায়দরাবাদ। গতবছর আইপিএল শিরোপা জিতে সানরাইজার্স হায়দরাবাদ। তাতে বিরাট অবদান ছিল মুস্তাফিজের। ১৬ ম্যাচে ১৭ উইকেট নিয়েছিলেন তিনি।

সর্বশেষ সংবাদ

ক্রিকেট এর আরও সংবাদ