আইপিএলে বেঙ্গালুরুর প্রথম জয়


ই-র্বাতা প্রকাশিত: ৯ই এপ্রিল ২০১৭, রবিবার  | সন্ধ্যা ০৭:২২ ক্রিকেট

ই-বার্তা প্রতিবেদক ।। স্বাগতিক রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু টস জিতে ব্যাট করতে নেমে কেদার যাদবের ৬৯ রানের ওপর ভর করে ১৫৭ রান সংগ্রহ করেন। ২৪ রান করেন শেন ওয়াটসন।এছাড়া ২৫ রান করেন ওপেনার স্যাম বিলিঙস। ১৯ বলে ১টি বাউন্ডারি আর ১টি ছক্কায় এই রান করেন তিনি। ১৮ রান করেন অপর ওপেনার আদিত্য তারে। ১৭ বল খেলেন তিনি। ১৩ রান করেন সাঞ্জু স্যামসন। বাকি ব্যাটসম্যানরা দুই অংকের ঘরই স্পর্শ করতে পারেনি।

জয়ের জন্য ১৫৮ রানের লক্ষ্যে খেলতে নেমে দিল্লি ডেয়ার ডেভিলস ৯ উইকেট হারিয়ে থেমে গেছে ১৪২ রানে। একমাত্র রিশাব পান্ত ছাড়া আর কোনো ব্যাটসম্যানই দাঁড়াতে পারেনি শেন ওয়াটসনদের সামনে।
রিশাব পান্ত একাই করেন ৫৭ রান। ৩৬ বলে খেলা এই ইনিংসটি সাজানো ছিল ৩টি বাউন্ডারি আর ৪টি ছক্কায়।

বেঙ্গালুরুর বোলাররা দারুণ নিয়ন্ত্রিত বোলিং করেন। ২টি করে উইকেট নেন বিলি স্ট্যানলেক, ইকবাল আবদুল্লাহ এবং পবন নেগি। এছাড়া ১টি করে উইকেট নেন যোগেন্দ্র চাহাল, টাইমাল মিলস এবং শেন ওয়াটসন।

সর্বশেষ সংবাদ

ক্রিকেট এর আরও সংবাদ