৪টি যুদ্ধবিমান যাচ্ছে মিয়ানমারের দিকে, যুদ্ধের আশংকা
ই-বার্তা
প্রকাশিত: ২রা সেপ্টেম্বর ২০১৭, শনিবার
| দুপুর ০১:২৬
বিশেষ প্রতিবেদন
ই-বার্তা ।। বাংলাদেশ বিমান বাহিনীর পেজ থেকে একটি স্ট্যাটাসের মাধ্যামে জানানো হয় ৪টি যুদ্ধ বিমান সম্পুর্ন লোডেড অবস্থায় মিয়ানমার সিমান্তের দিকে পাঠানো হয়েছে।
নিচে স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো।
যারা চট্টগ্রাম ও কক্সবাজার আছেন তাদের নিরাপদে এবং সাবধান থাকার অনুরোধ জানানো হলো......
ঢাকা থেকে এই মাত্র ৪ টি মিগ-২৯ যুদ্ধবিমান কক্সবাজারের দিকে যাচ্ছে। এছাড়াও সাথে রয়েছে বিমান বাহিনীর F-7 যুদ্ধবিমান। বাংলাদেশ নৌবাহিনীর ৯টি যুদ্ধজাহাজ (বিএনএস বঙ্গবন্ধু সহ) পরিপূর্ণ লোডেড অবস্থায় মিয়ানমার সীমান্তে অবস্থান নিয়েছে। এছাড়া গতকাল রাতেই প্রয়োজনীয় এয়ারডিফেন্স সিস্টেম সীমান্তে পাঠানো হয়েছে।
এছাড়া বাংলাদেশ বিমান বাহিনীর Mikoyan MiG-29, Chengdu F-7BG এবং Yakovlev Yak-130 বিমান সমূহ লোডেড অবস্থায় কম্ব্যাট এয়ার পেট্রোল (CAP) পারফর্ম করছে৷
সবাই দেশের জন্য দোয়া করুন আল্লাহর কাছে।
Shared By: Admin .M/
আগের খবর ত্যাগে মহিমায় উদযাপিত ঈদুল আজহা
পরবর্তী খবর ১০ দিনে বাংলাদেশে প্রবেশ করেছে ৮৭ হাজার রোহিঙ্গা