১০ দিনে বাংলাদেশে প্রবেশ করেছে ৮৭ হাজার রোহিঙ্গা
ই-বার্তা
প্রকাশিত: ৪ঠা সেপ্টেম্বর ২০১৭, সোমবার
| দুপুর ০১:০৪
বিশেষ প্রতিবেদন
ই-বার্তা ।। নিরাপত্তা বাহিনীর অভিযানের মুখে গণহত্যা-গণধর্ষণ-নির্যাতন থেকে বাঁচতে মিয়ানমারের রাখাইন রাজ্যে গত ১০ দিনে প্রায় ৮৭ হাজার রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
সোমবার জাতিসংঘ শরণার্থীদের এ সংখ্যার কথা জানিয়েছে।
রাখাইনে এর আগে গত বছরের অক্টোবর থেকে গত মার্চ পর্যন্ত ছয় মাস ধরে চলা সেনা অভিযান চলাকালে অন্তত ৮৭ হাজার রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছিল।
গত ২৫ আগস্ট নতুন করে রাখাইনে সহিংসতা শুরু হওয়ার পরে ১০ দিনেই বাংলাদেশে আগত শরণার্থীর সংখ্যা গতবারের সংখ্যাকে ছুঁয়ে গেল।