বেতন ভাতা না দিয়েই লাপাত্তা ট্যানারি মালিকরা
ই-র্বাতা
প্রকাশিত: ৯ই এপ্রিল ২০১৭, রবিবার
| বিকাল ০৩:৩৫
বাণিজ্য
গ্যাস,পানি,বিদ্যুৎ সংযোগ বিচ্ছন্ন করার কারনে হাজারীবাগের ট্যানারি গুলোতে কাজ বন্ধ রয়েছে। এরই সুযোগে কর্মচারিদের বেতন না বুঝিয়ে দিয়ে কারখানা বন্ধ করে দিয়েছেন অনেক ট্যানারি মালিক।
এলাইবি, মিল্লাত সহ প্রায় সব কারখানার বিরুদ্ধেই শ্রমিকদের বেতন না দিয়ে কারখানা বন্ধ করার অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে মার্চ মাসের বেতন না দিয়েই তারা ট্যানারিই বন্ধ করে চলে গেছে। পাওয়া যাচ্ছে না। মালিক,ম্যানেজার সহ উর্ধতন কাউকেই।
অনেক শ্রমিককেই কারখানার সামনে এসে ফিরে যেতে দেখা যায়।
কবে কারখানা খুলবে বা কবে বেতন দিবে , এসব কনো নির্দেশনা না দিয়েই কারখানা বন্ধ রেখেছেন মালিকরা।
এ নিয়ে শ্রমিকদের মধ্যে আসন্তোশ দেখা দিচ্ছে।
আগের খবর নতুন পদ্ধতিতে গম চাষে সাফল্য
পরবর্তী খবর আন্তর্জাতিক কলে লাভ বাড়াতে ২ প্রস্তাব সরকারের