শিশুদের সর্দি ও নাক বন্ধে করণীয়
ই-বার্তা
প্রকাশিত: ১৩ই সেপ্টেম্বর ২০১৭, বুধবার
| সকাল ১১:৩৬
মেডিকেল
ই-বার্তা।। শীত আসি আসি করছে। আর এই সময়টাতে হঠাৎ করেই ছোট শিশুরা অসুস্থ হয়ে পড়তে পারে। ঠান্ডা লেগে নাক বন্ধ হওয়া, নাক দিয়ে পানি পড়া, সর্দি জমে থাকার মতো উপসর্গ দেখা দিলে শিশুরা কান্নাকাটি শুরু করে দেয় ও বিরক্ত করে। বেশির ভাগ ক্ষেত্রেই এসব উপসর্গ ভাইরাসের আক্রমণের কারণে বা অ্যালার্জির কারণে হয় এবং এক সপ্তাহের মাথায় সেরে যায়।
ছোট শিশু ও নবজাতকদের এ ধরনের সমস্যায় কোনো ওষুধ বা চিকিত্সার চেয়ে সাধারণ যত্নআত্তির দিকেই জোর দেওয়া ভালো। ঘরোয়া উপায়ে আপনার শিশুকে সুস্থ রাখার উপায় হোলো,
-আধা কাপ কুসুম গরম পানিতে চা-চামচের ৪ ভাগের ১ ভাগ লবণ গুলে স্যালাইন ড্রপ তৈরি করুন। বাজারে স্যালাইন নাকের ড্রপ কিনতেও পাওয়া যায়।
-একটা তোয়ালে বা কাপড় রোল করে শিশুর মাথার নিচে দিয়ে তাকে চিত করে শোয়ান। এবার ৩০ থেকে ৬০ মিনিট পর পর দুই বা তিন ফোঁটা ড্রপ দিয়ে নাক পরিষ্কার করে দিন।
-ড্রপ দেওয়ার পর কাত করে শুইয়ে দিয়ে তরল সর্দি বেয়ে পড়তে দিন, টিস্যু দিয়ে মুছে দিন। কটন বাড নাকের ভেতর ঢোকাবেন না।
-দুই বছর বয়সের নিচে নাকের ডিকনজেসটেন্ট ড্রপ বা স্প্রে ব্যবহার করা নিষেধ।
ডিকনজেসটেন্ট জাতীয় ওষুধ নাকের শিরাগুলোকে সংকুচিত করবে, এটি নাক দিয়ে পানি পড়া রোধ করবে না। শিশুদের ক্ষেত্রে তিন দিনের বেশি ব্যবহার করা যাবে না।
শিশুর বুকে সরিষার তেল মালিশ করে দিন। এছাড়া শিশুর বয়স দুই বছর বা তার বেশি হলে গরম ভাতে সরিষার তেল মাখিয়ে খাওয়ালে আরাম পাবে।
আগের খবর নিয়ম মেনে খাই খাবার
পরবর্তী খবর এই সময়ে পোকা-মাকড়ের উৎপাত