স্নায়ু, শরীরের সংবেদন জাল


ই-বার্তা প্রকাশিত: ২৯শে নভেম্বর ২০১৭, বুধবার  | বিকাল ০৪:৪৬ মেডিকেল

আমাদের শরীর জুড়ে স্নায়ুর বিস্তৃতি। এর মধ্যে করোটিক স্নায়ুর সংখ্যা সবচেয়ে বেশি। করোটিক স্নায়ুর শাখা-প্রশাখা সারা শরীরে ছড়িয়েছে। মাথা থেকে পা পর্যন্ত রয়েছে স্নায়ুর যোগাযোগ। শরীরের সঙ্গে এদের রয়েছে অবিচ্ছিন্ন সম্পর্ক। স্নায়ু অতি সূক্ষ্ম সুতার মতো, হালকা লালচে বাদামি বর্ণের। দেহের মাংসপেশি, হাড়, অস্থি, তরুণাস্থি সর্বত্র এর বিচরণ। এ জন্য স্নায়ুগেুলোকে দেহের মাকড়সার জালও বলা হয়।

দেহের লাখ লাখ স্নায়ুর মধ্যে করোটিক স্নায়ু সবচেয়ে গুরুত্বপূর্ণ। মস্তিষ্ক থেকে সৃষ্ট ও মস্তিষ্কের করোটির (খুলির) মধ্যে অবস্থিত বলে এদের বলে করোটিক স্নায়ু। করোটিক স্নায়ুর সংখ্যা ১২ জোড়া। স্নায়ুর কাজ দেহের প্রতিটি অঙ্গের মধ্যে সম্পর্ক স্থাপন করা, দেহের কোথায় কী ঘটছে সেই সংকেত মস্তিষ্কে পৌঁছানো। যেমন, কোনো কিছু দেখার ক্ষেত্রে চোখে সেই বস্তুটির প্রতিবিম্ব তৈরি হয় আর স্নায়ু মস্তিষ্কে সেই প্রতিবিম্বের বার্তা পাঠায়। তারপর মস্তিষ্ক নির্ধারণ করে প্রতিবিম্বটি কোন বস্তুর, অর্থাৎ চোখ কী দেখছে। এভাবে স্নায়ু সারা দেহের বার্তা মস্তিষ্কে পাঠায়। স্নায়ুকে ইংরেজিতে বলে নার্ভ। আমাদের শরীরের ১২ জোড়া করোটিক স্নায়ুর নাম, অবস্থান, কাজ সম্পর্কে নিচে উল্লেখ করা হোলো,

১। অলফ্যাক্টরি।
এটি প্রথম করোটিক স্নায়ু। এর অবস্থান মস্তিষ্কের সামনের দিকে। এই স্নায়ু ঘ্রাণের অনুভূতি মস্তিষ্কে পাঠায়।
২। অপটিক।
এটি দ্বিতীয় করোটিক স্নায়ু। এর অবস্থান মস্তিষ্কের সামনের দিকে। এই স্নায়ু দর্শনীয় বস্তুর অনুভূতি মস্তিষ্কে পৌঁছায়।
৩। অকুলোমোটর।
এটি তৃতীয় করোটিক স্নায়ু। এর অবস্থান মস্তিষ্কের সামনের দিকে। এই স্নায়ু অক্ষিগোলকের নড়াচড়াতে সাহায্য করে।
৪। ট্রকলিয়ার।
এটি চতুর্থ করোটিক স্নায়ু। এর অবস্থান মস্তিষ্কের মাঝখানে। অক্ষিগোলকের নড়াচড়াতে রয়েছে এর অবদান।
৫। ট্রাইজেমিনাল।
এটি পঞ্চম করোটিক স্নায়ু। এটি মস্তিষ্কের নিচের দিকে অবস্থিত। নেত্রপল্লব, ঠোঁটের আশপাশের অংশ ও চোয়ালের সঞ্চালনে এই স্নায়ু তৎপর থাকে।
৬। অ্যাবডুমেন্স।
এ স্নায়ুটি ষষ্ঠ করোটিক স্নায়ু। মস্তিষ্কের নিচের দিকে এর অবস্থান। অক্ষিগোলকের সঞ্চালনে এই স্নায়ু সাহায্য করে।
৭। ফেসিয়াল।
করোটিক স্নায়ুগুলোর মধ্যে এটি সাত নম্বর স্নায়ু। মস্তিষ্কের নিচের দিকে এর বিস্তৃতি। মুখমণ্ডল, কর্ণপটহ, নিচের চোয়ালের সঞ্চালন, লালা নিঃসরণ, অশ্রক্ষরণ, স্বাদ গ্রহণ ও ত্বকের অনুভূতিতে এটি সাহায্য করে।
৮। অডিটরি।
মস্তিষ্কের নিচের দিকে এর উৎপত্তি। এটি আট নম্বর স্নায়ু।
এই স্নায়ু কানের ভেতর প্রবেশকৃত শব্দের ভারসাম্য বজায় রাখে।
৯। গ্লসোফ্যারিনজিয়াল।
নয় নম্বর করোটিক স্নায়ু এটি। মস্তিষ্কের নিচের দিকে এর উৎপত্তি। এই স্নায়ু জিহ্বার স্বাদ গ্রহণ ও নড়াচড়াতে সাহায্য করে।
১০। ভেগাস।
এটি ১০ নম্বর করোটিক স্নায়ু। এর অবস্থান মস্তিষ্কের নিচের দিকে। হৃদপিন্ড, ফুসফুস, পাকস্থলী, স্বরনালির সঞ্চালন এবং এসব অঙ্গের অনুভূতি গ্রহণে অবদান রাখে।
১১। স্পাইনাল অ্যাকসেসরি।
করোটিক স্নায়ুগুলোর মধ্যে এটি ১১ নম্বর স্নায়ু। মস্তিষ্কের নিচের দিকে এই স্নায়ুর অবস্থান। গ্রীবা, ঘাড়, মাথার সঞ্চালনে এই স্নায়ুর ভূমিকা রয়েছে।
১২। হাই পোগ্লোসাল।
এটি ১২ নম্বর স্নায়ু। মস্তিষ্কের নিচের দিকে এই স্নায়ুর বিস্তৃতি। জিহ্বার চলাচলে রয়েছে এর ভূমিকা।

যত্ন নিন স্নায়ুর

- সর্বদা প্রফুল্ল থাকুন। সুন্দর চিন্তা করুন। জীবনের কষ্টগুলোর মধ্যেও ইতিবাচক দিকটা খুঁজে বের করার চেষ্টা করুন।
- প্রচুর পরিমাণে পানি ও মৌসুমি ফল খান।
- মাদকদ্রব্য, তামাক, ধূমপান বর্জনীয়।
- দুশ্চিন্তাগ্রস্তরা নিয়মিত খোলা আকাশের নিচে হাঁটাহাঁটি করুন, পছন্দের গান শুনুন, প্রিয় কোনো স্মৃতি মনে করুন, পছন্দের গল্পের বই পড়ুন। সঠিক সময়ে ঘুমান।
- উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস থাকলে অবশ্যই তা নিয়ন্ত্রণে রাখুন।
- চিকিৎসকের পরামর্শ ছাড়া যৌনতাবর্ধক, গর্ভনিরোধক, হরমোনের ওষুধ খাবেন না।
- শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখুন।

দেহের প্রতিটি অঙ্গ যত বেশি সুস্থ সবল হবে, স্নায়ুর কার্যক্ষমতা তত বেশি বাড়বে। তাই সুষম খাদ্যাভ্যাস গড়ে তুলুন, সুস্থ সবল থাকুন।

ডাঃ ফারহানা মোবিন
রেসিডেন্ট মেডিকেল অফিসার, স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগ
স্কয়ার হাসপাতাল, ঢাকা।
এম.পি.এইচ, সিসিডি (বারডেম হাসপাতাল)
সি-কার্ড (ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন)
কোয়ান্টাম গ্রাজুয়েট (কোয়ান্টাম ফাউন্ডেশন)

সর্বশেষ সংবাদ

মেডিকেল এর আরও সংবাদ