পাকিস্তানকে হারিয়ে সমতায় ফিরলো বিশ্ব একাদশ


ই-বার্তা প্রকাশিত: ১৪ই সেপ্টেম্বর ২০১৭, বৃহঃস্পতিবার  | সকাল ১০:১৪ ক্রিকেট

ই-বার্তা।। সিরিজের প্রথম ম্যাচে ২০ রানে পাকিস্তানের কাছে হেরে সিরিজে পিছিয়ে পরে বিশ্ব একাদশ। তবে দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে সমতায় ফেরে তামিম ইকবালরা।

টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৭৪ রান সংগ্রহ করে সরফরাজ আহমেদরা। ৪৫ রান করেন বাবর আজম, ৪৩ রান করেন আহমেদ শেহজাদ।

জবাব দিতে নেমে হাশিম আমলার দারুন ব্যাটিংয়ে ৭ উইকেটে জয় তুলে নেয় বিশ্ব একাদশ। ৫৫ বলে ৭২ রান করে অপরাজিত থাকেন আমলা। তার ইনিংস সাজানো ছিল ৫টি বাউন্ডারি এবং ২টি ছক্কায়। তবে শেষের দিকে থিসারা পেরেরা ১৯ বলে ৪৭ রানে অপরাজিত ইনিংসের ভর করে এক বল বাকি থাকতে লক্ষে পৌঁছে যায় বিশ্ব একাদশ। তামিম ইকবাল ১৯ বল খেলে ২৩ রান করেন। ২টি বাউন্ডারি, ১টি ছক্কার মার মারেন তিনি।

স্কোর
পাকিস্তান ইনিংস: ২০ ওভারে ১৭৪/৬
(ফখর জামান ২১, আহমেদ শেহজাদ ৪৩, বাবর আজম ৪৫, শোয়েব মালিক ৩৯, ইমাদ ওয়াসিম ১৫, সরফরাজ আহমেদ ০, সোহেল খান ১*; মরনি মরকেল ০/২০, বেন কাটিং ১/৫২, স্যামুয়েল বাদরি ২/৩১, পল কলিংউড ০/১৮, থিসারা পেরেরা ২/২৩, ইমরান তাহির ১/২৯)।

বিশ্ব একাদশ : ১৯.৫ ওভারে ১৭৫/৩ (তামিম ২৩, আমলা ৭২* পেইন ১০, দু প্লেসি ২০, থিসারা ৪৭*; ইমাদ ১/২৭, সোহেল ১/৪৪, উসমান ০/১০, রাইস ০/৪২, নওয়াজ ১/২৫, শাদাব ০/৩২)।
ফল: বিশ্ব একাদশ ৭ উইকেটে জয়ী
সিরিজ: ৩ ম্যাচ সিরিজে ১-১ সমতা
ম্যান অব দা ম্যাচ: থিসারা পেরেরা

সিরিজের শেষ ম্যাচ শুক্রবার।

সর্বশেষ সংবাদ

ক্রিকেট এর আরও সংবাদ