এবার বিশ্রামের কথা ভাবছেন তামিম !
ই-বার্তা
প্রকাশিত: ১৪ই সেপ্টেম্বর ২০১৭, বৃহঃস্পতিবার
| সকাল ১০:২৯
ক্রিকেট
ই-বার্তা।। সাকিবের পর এবার তামিমও বিশ্রামের কথা ভাবছেন বলে গুঞ্জন উঠেছে। বোর্ডের উচ্চ পর্যায়ের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, তামিম দক্ষিণ আফ্রিকার সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সময় ছুটির কথা ভাবছেন। তামিম এ ব্যাপারে বোর্ডে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ছুটির আবেদন না করলেও তার ঘনিষ্ঠ মহল থেকে সে খবরই মিলেছে।
এমনকি প্রধান নির্বাচক নান্নুর কানেও সে খবর পৌঁছেছে গেছে, তিনি জানান, তামিমের মাধ্যমে সরাসরি নয় বিভিন্ন মাধ্যম থেকে খবরটা আমার কানেও এসেছে।
বর্তমানে তামিম বিশ্ব একাদশের পক্ষে পাকিস্তানে তিন ম্যাচের টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলছেন।
উল্লেখ্য, কয়েকদিন আগে টেস্ট থেকে ছয় মাসের ছুটি চেয়ে বোর্ডে আবেদন করে সাকিব। তবে তার তিন মাসের ছুটি মঞ্জর করে বোর্ড। ফলে আসন্ন প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবেন না সাকিব।
পরবর্তী খবর ছুটি নিয়ে বাণিজ্যিক কাজে সাকিব!