লাগামহীন চালের বাজার


ই-বার্তা প্রকাশিত: ১৫ই সেপ্টেম্বর ২০১৭, শুক্রবার  | দুপুর ০২:৪৫ বাণিজ্য

ই-বার্তা ।। চালের দাম বেড়েই চলছে। লাগামহীন দামে দিশেহারা সাধারণ মানুষ। দেশের দ্বিতীয় বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরে গুটি কয়েক মিলারের কারসাজিতেই চালের বাজারে অস্থিরতার অভিযোগ উঠেছে। ভ্রাম্যমাণ আদালতের অভিযানেও এর প্রমাণ মিলেছে।

চালের দাম প্রথম বাড়ে গত রোজায়। এরপর বাড়ে আরো কয়েকদফা। সবশেষ চলতি সপ্তাহে হঠাৎ প্রায় সব ধরণের চালের দাম কেজিতে বাড়ে ৫ থেকে ৬ টাকা।

চালের দামের এই লাগামহীন উর্ধ্বগতির জন্য কুষ্টিয়ার খাজানগরের বড় মিলারদের সিন্ডিকেটকে দায়ী করেছেন খুচরা বিক্রেতারা। তাদের মতে, সরকারের ভাবমূর্তি ক্ষু্ণ্ন করতেই ব্যবসায়ীদের একটি চক্র পরিকল্পিতভাবে বাজার অস্থির করছে।

এরিমধ্যে শীর্ষ চালকল রশিদ এগ্রো ফুড লিমিটেডের বিরুদ্ধে ধান মজুদের প্রমাণ মিলেছে। জরিমানাও করা হয়েছে। অভিযোগ পাওয়া গেছে, ওই চালকলের মালিক রশিদ, তার ভাই, শ্বশুর, এবং দুই আত্মীয় এই সিন্ডিকেটের সাথে জড়িত।

চালের অবৈধ মজুদ ও বাজার পরিস্থিতি নিয়মিত তদারকি করছে জেলা প্রশাসন।

সর্বশেষ সংবাদ

বাণিজ্য এর আরও সংবাদ