ফের সন্ত্রাসী হামলায় রক্তাক্ত লন্ডন


ই-বার্তা প্রকাশিত: ১৫ই সেপ্টেম্বর ২০১৭, শুক্রবার  | বিকাল ০৪:৪৮ ইউরোপ

ই-বার্তা ।। ইংল্যান্ডের রাজধানীর লন্ডনের আজ শুক্রবার স্থানীয় সময় সকালে পারসনস গ্রিন পাতাল রেলস্টেশনে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে।

লন্ডন মেট্রোপলিটন পুলিশের বরাত দিয়ে শহরের মেয়র সাদিক খান বিবৃতিতে সন্ত্রাসী হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। সাদিক খান বলেন, ‘মেট্রোপলিটন পুলিশ নিশ্চিত করেছে পারসন গ্রিন স্টেশনে সন্ত্রাসী হামলার কারণে বিস্ফোরণ ঘটেছে।’

ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মের কার্যালয় জানিয়েছে, প্রধানমন্ত্রী জরুরি কোবরা বৈঠকে বসতে যাচ্ছেন।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ‘আমি আহতদের প্রতি আমার সহানুভূতি জানাচ্ছি।’ আর দ্রুত ও অত্যন্ত সাহসিকতার সঙ্গে যাঁরা জরুরি ভিত্তিতে ঘটনাস্থলে গেছেন তাঁদের প্রশংসা করেন তিনি।

পাতাল রেলের যাত্রীরা বলছেন, তাঁরা আতঙ্কিত যাত্রীদের ছোটাছুটি করতে দেখেছেন। প্রত্যক্ষদর্শী নিকোল লিনেল বলেন, ‘আমরা লোকজনকে রেললাইন ধরে দৌড়াতে দেখেছি। খুব ভয়াবহ ঘটনাটা।

সর্বশেষ সংবাদ

ইউরোপ এর আরও সংবাদ