পাঁচ বছর নিষিদ্ধ পাকিস্তানের ক্রিকেটার খালিদ লতিফ
ই-বার্তা
প্রকাশিত: ২১শে সেপ্টেম্বর ২০১৭, বৃহঃস্পতিবার
| দুপুর ০১:৫৫
ক্রিকেট
ই-বার্তা।। পাকিস্তানের ক্রিকেটে দুর্নীতি যেনও শিকড় গেড়ে বসেছে। একের পর এক ক্রিকেটার বা র্বোড কর্মকর্তারা জড়িয়ে পড়ছে দুর্নীতিতে। এবার পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন জাতীয় দলের ক্রিকেটার খালিদ লতিফ।
বুধবার পাকিস্তান ক্রিকেটের দুর্নীতি দমন ট্রাইব্যুনালের এক সিদ্ধান্তে খালিদ লতিফকে নিষিদ্ধ করার পাশাপাশি তাকে দশ লাখ পাকিস্তানি রুপি জরিমানা করা হয়।
তিন সদস্য বিশিষ্ট দুর্নীতি দমন ট্রাইব্যুনাল বলে, ম্যাচ গড়াপেটায় অংশ নেয়ায় লতিফকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করার পাশাপাশি দশ লাখ রুপি জরিমানা করা হয়েছে।
খালিদ লতিফ পাঁচ ওয়ানডের পাশাপাশি ১৩ টি টি২০ ম্যাচ খেলেছেন। এর মধ্যে আবু ধাবিতে গত বছরের সেপ্টেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি২০ ম্যাচে তিনি গড়াপেটা করেন বলে অভিযোগ উঠে।
এর আগে গত আগস্টে শেরজিলকে ম্যাচ গড়াপেটার দায়ে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হয়। এছাড়া আড়াই বছরের জন্য সাময়িক বরখাস্ত হন।
লতিফের বিরুদ্ধে নিজে ম্যাচ গড়াপেটায় অংশ নেয়ার পাশাপাশি অন্য খেলোয়াড়দের গড়াপেটায় অংশ নিতে প্রলুব্ধ করার অভিযোগ রয়েছে।
পরবর্তী খবর প্রস্তুতি ম্যাচে আঘাত পেয়ে মাঠের বাইরে তামিম