প্রস্তুতি ম্যাচে আঘাত পেয়ে মাঠের বাইরে তামিম
ই-বার্তা
প্রকাশিত: ২১শে সেপ্টেম্বর ২০১৭, বৃহঃস্পতিবার
| বিকাল ০৩:০৪
ক্রিকেট
ই-বার্তা।। তিন দিনের প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকার আমন্ত্রিত একাদশের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। আর এ ম্যাচে আঘাত পেয়ে মাঠের বাইরে চলে গেছে বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল। আঘাতের পরিমাণ এখনও জানা জায়নি।
বৃহস্পতিবার দুপুর ২টায় থেকে শুরু হওয়া ম্যাচে টসে জিতে ব্যাট করার সিন্ধান্ত নেই বাংলাদেশের অধিনায়ক। শেষ খরব পাওয়া পযর্ন্ত কোন উইকেট না হারিয়ে ১০ ওভার শেষে ৪৫ রান সংগ্রহ করেছে টাইগাররা। তামিম ৫ রান করে আহত হলে ব্যাটে নামে ইমরুল কায়েস। ইমরুল ১৪ ও সৌম্য ২৬ রানে ক্রিজে রয়েছে।
বাংলাদেশের দল: মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুমিনুল হক, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ ও শুভাশিস রায়।
দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশ: আইডেন মার্করাম (অধিনায়ক), তালাদি বোকাকো, ওখুলি কেলে, ম্যাথু ক্রিস্টেনসেন, মাইকেল কোহেন, আইজ্যাক ডিকগালে, জুবায়ের হামসা, হেনরিক ক্লাসেন, মিগায়েল প্রিটোরিয়াস, ইয়ানসি ভ্যালি, শন ভন বার্গ, লনডিসওয়া জুমা।
পরবর্তী খবর প্রথম দিন শেষে ২৮৫ রানে এগিয়ে বাংলাদেশ