৭ জনের মৃত্যুতেও মামলা হয়নি মুন্সীগঞ্জের অগ্নিকাণ্ডে


ই-বার্তা প্রকাশিত: ২১শে সেপ্টেম্বর ২০১৭, বৃহঃস্পতিবার  | বিকাল ০৩:১৮ দুর্ঘটনা

ই-বার্তা ।। মুন্সীগঞ্জের সদর উপজেলার চরমুক্তারপুরে আইডিয়াল টেক্সটাইল মিলে আগুন লাগে গত বুধবার এবং তার বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে এক নারীসহ ৬ শ্রমিকের মৃত্যু হয়।

এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি। এদিকে ময়না তদন্ত শেষে নিহতদের লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে দুপুর ২টার দিকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস মর্গে গিয়ে স্বজনদের সমমর্মিতা জানান এবং তার সাথে ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনিস-উজ-জামান। হস্তান্তরের সময় জেলা প্রশাসক সায়লা ফারজানা উপস্থিত থেকে নিহতের পরিবারদের ২৫ হাজার টাকা করে প্রদান করেন। একই সাথে স্বজনরা যাতে লাশ নিজ এলাকায় নির্বিঘ্নে নিয়ে যেতে পারে সেব্যাপারেও পদক্ষেপ নেয়া হয়।

বুধবার সকালে ওই মিলের ছয় তলা ভবনের নিচ তলায় কেমিক্যাল গুদামে আগুন লাগার পর বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে এক নারীসহ ছয় শ্রমিকের মৃত্যু হয়। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ এই ঘটনায় কারখানার জিএমসহ পাঁচ জনকে আটক করেছে। জেলা প্রশাসন ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একেএম শওকত আলম মজুমদারকে প্রধান করে ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকে কারখানাটি বন্ধ রয়েছে।

ছবি ঃ বিডি নিঊজ

সর্বশেষ সংবাদ

দুর্ঘটনা এর আরও সংবাদ