পোশাক শ্রমিক কলোনিতে আগুন, দগ্ধ মা-শিশুসহ ৪
ই-বার্তা
প্রকাশিত: ২৩শে সেপ্টেম্বর ২০১৭, শনিবার
| দুপুর ০২:১৭
দুর্ঘটনা
ই-বার্তা ।। আশুলিয়ায় পোশাক শ্রমিক কলোনিতে অগ্নিকাণ্ডে মা ও শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন।
শনিবার ভোরে আশুলিয়ার জামগড়া এলাকার পোশাক শ্রমিক কলোনিতে এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- নাসিমা বেগম (২৮) ও তার ৮ মাসের ছেলে নাদিম। তার বোন শান্তা বেগম (৩২) ও তার স্বামী সোহেল (৩৬)। এদের মধ্যে শান্তাকে নরসিংহপুরের নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে এবং অন্যদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
ডিইপিজেডের ফায়ার সার্ভিস কর্মকর্তা আবদুল হামিদ জানান, ভোর রাতে মুহুরির শ্রমিক কলোনিতে আগুনের খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসসহ তিনটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে যান। এক ঘণ্টার বেশি সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে তিনি আরও জানান গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে।
আগুনে মা-শিশুসহ চারজন দগ্ধ হয়েছে এবং অন্ততপক্ষে অর্ধশত ঘর পুড়ে গেছে।