নিরাপত্তা ঝুঁকির জন্য একটি ওয়ানডে ম্যাচের বেশি খেলতে চায় না অস্ট্রেলিয়া
ই-বার্তা
প্রকাশিত: ১১ই এপ্রিল ২০১৭, মঙ্গলবার
| বিকাল ০৩:০৪
ক্রিকেট
অস্ট্রেলিয়াকে দুই টেস্টের সূচী পাঠিয়েছে বাংলাদেশ। আগস্টের শেষ সপ্তাহে প্রথম টেস্ট এরপর কোরবানির ঈদ (সেপ্টেম্বর ২) এর পাঁচ দিন বন্ধের পর দ্বিতীয় টেস্ট।
ফিরতি বার্তায় অস্ট্রেলিয়া জানিয়েছে নিরাপত্তা ঝুঁকির কারনে তারা একটা মাত্র ওয়ানডে খেলতে চায় বাংলাদেশের সাথে। সেটাও বাংলাদেশ সাউথ আফ্রিকা থেকে আসার পর ও অস্ট্রেলিয়ার ভারতের সাথে ওয়ানডে সিরিজ শুরুর আগে।
অর্থাৎ দুই দিনের বেশি বাংলাদেশে অবস্থান করবে না। যেদিন আসবে তার পরের দিন একটা ডে ম্যাচ খেলে রাতেই ভারতে উড়াল দিবে।
তবে "ভবিষ্যতে" পূর্নাঙ্গ সিরিজ খেলতে আসবে বলেছে তারা।
ফিরতি বার্তায় বিসিবি অস্ট্রেলিয়াকে এফটিপির প্রতি সম্মান রেখে আন্তর্জাতিক কমিটমেন্ট রক্ষার কথা বলেছে। ফরম্যাট বদলাতেও বিসিবি আগ্রহী না।
অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড এখন পর্যন্ত আর উত্তর দেয়নি।