‘একদিনের ক্রিকেটকে এখনও উপভোগ করছি’- মাশরাফি


ই-বার্তা প্রকাশিত: ১১ই এপ্রিল ২০১৭, মঙ্গলবার  | দুপুর ০২:৩৮ ক্রিকেট

সদ্য শেষ হওয়া শ্রীলঙ্কার সাখে দুই ম্যাচের সিরিজে টি-২০ ক্রিকেটকে বিদায় জানিয়েছেন টাইগার ক্রিকেটে সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

সম্প্রতি তিনি ক্রিকইনফোকে দেয়া সাক্ষাতকারে জানান "ওয়ানডে ক্রিকেট এখনো উপভোগ করছি, একই সাথে আমি মনেকরি ধীরে ধীরে টেস্ট এবং টি টুয়েন্টি ক্রিকেটে আমরা উন্নতি করছি।

কিন্তু ওয়ানডেতে আমরা ১০ নাম্বার থেকে ৭ নাম্বারে উঠে এসেছি যেটা একটা বড় পদক্ষেপ। এটা একজন নয় বরং বেশ কয়েকজনের ধারাবাহিক ভালো খেলার ফলে সম্ভব হয়েছে।

আমি একদিনের ক্রিকেট উপভোগ করছি এবং আরো বেশ কিছুদিন খেলেতে চাই তবে নির্দিষ্ট সময়সীমা বলাটা কঠিন, বিশেষ করে বাংলাদেশে।

আমি আশা করছি খেলা চালিয়ে যাবার কিন্তু আমি যদি কঠিন সময়ের ভেতর দিয়ে যাই এবং চাপ প্রয়োগ করা হয় আমার উপর তখনতো অবশ্যই আমাকে একটা সিদ্ধান্তে আসতে হবে।"

সর্বশেষ সংবাদ

ক্রিকেট এর আরও সংবাদ