বৃষ্টিতে পরিত্যক্ত ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ওয়ানডে


ই-বার্তা প্রকাশিত: ২২শে সেপ্টেম্বর ২০১৭, শুক্রবার  | দুপুর ১২:৪৪ ক্রিকেট

ই-বার্তা।। বৃষ্টির বাধায় পরিত্যক্ত হয়েছে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে। টেন্ট ব্রিজে মাত্র ২.২ ওভারই বল গড়িয়েছে মাঠে। ইংল্যান্ড টস হেরে ব্যাট করতে নেমেছিল শুরুতে। বিনা উইকেটে ২১ রান তুলতে পারে স্বাগতিকরা। এরপর বৃষ্টি নামলে মাঠ ছেড়ে যায় দুই দল।

৫ ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে ইংল্যান্ড। তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে রবিবার। আজকে ক্রিস গেইলের জন্মদিন থাকলেও চোটের কারণে আর খেলা হয়নি ম্যাচে। যদিও এখন পর্যন্ত চোটের মাত্রা নিয়ে বিস্তারিত কিছুই জানায়নি টিম ম্যানেজমেন্ট।

সর্বশেষ সংবাদ

ক্রিকেট এর আরও সংবাদ