টেস্ট ও একদিনের লিগের জন্য ভারত-পাকিস্তান বোর্ডের দিকে তাকিয়ে আইসিসি
ই-বার্তা
প্রকাশিত: ২৩শে সেপ্টেম্বর ২০১৭, শনিবার
| দুপুর ১২:০৯
ক্রিকেট
ই-বার্তা।। ভারত-পাকিস্তানের তিক্ত সম্পর্কের কথা আমরা সবাই জানি। আর এ কারণে আইসিসির টেস্ট ও একদিনের লিগ আটকে আছে । পাকিস্তান ক্রিকেট বোর্ড আইসিসিকে হুমকি দিয়েছে ভারত যদি তাদের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে রাজি হয় তবেই তারা টেস্ট ও একদিনের লিগের লিগের চুক্তিতে সই করবে।
নয়টি দেশ আইসিসির টেস্ট লিগে খেলবে। আর তেরোটি দেশ খেলবে একদিনের লিগে। এই লিগে ভারত এবং পাকিস্তানেরও খেলার কথা। কিন্তু পাক বোর্ডের সাফ কথা, লিগের বাইরে যে আট মাস ফাঁকা থাকবে তাতে তাদের সঙ্গে ভারতকে খেলতে হবে। তা না হলে তারা লিগে খেলতে রাজি নয়।
আইসিসিও আশা করছে এই সমস্যার সমাধান হবে। যদিও বিসিসিআই এখনও কোনও উত্তর দেয়নি। ফলে জট কাটবে কি না তা নিয়ে কিন্তু ধোঁয়াশাই থাকল।
পরবর্তী খবর এবার ইনজুরির কবলে সৌম্য সরকার