মার্কিন সেনাদের সাথে যুদ্ধে জড়াবেনা রাশিয়া
ই-র্বাতা
প্রকাশিত: ১১ই এপ্রিল ২০১৭, মঙ্গলবার
| বিকাল ০৩:৫১
ইউরোপ
রাশিয়ার প্রতিরক্ষা এবং নিরাপত্তা কমিটির প্রধান ভিক্তর ওজেরভ এক বিব্রিতিতে বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে দামেস্কের সামরিক বাহিনীকে সমর্থন অব্যাহত থাকবে। তবে সিরিয়ায় মোতায়েন মার্কিন সেনাদের সঙ্গে যুদ্ধ করার কোনো ইচ্ছা মস্কোর নেই।
তিনি বলেন,সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ের সিরিয় সেনা বাহিনীকে সহায়তা করার দায়িত্ব রুশ বাহিনীর ওপর দেয়া হয়েছে বলেও জানান তিনি। সিরিয়ায় মোতায়েন মার্কিন সেনাদের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ার ইচ্ছা রাশিয়ার নেই।
এদিকে, সিরিয়ার বিরুদ্ধে মার্কিন হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে রুশ সংসদের নিম্নকক্ষ দুমা।
পরবর্তী খবর গণভোটে জয়ী তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান