এবার ইনজুরির কবলে সৌম্য সরকার
ই-বার্তা
প্রকাশিত: ২৪শে সেপ্টেম্বর ২০১৭, রবিবার
| সকাল ১১:৪৩
ক্রিকেট
ই-বার্তা।। একের পর এক দুঃসংবাদ পাচ্ছে টাইগার শিবির। তামিমের পর এবার ইনজুরিতে সৌম্য সরকার। প্রোটিয়া সফর যেন এক অপয়া সিরিজে পরিণত হয়েছে। দল ঘোষণার আগেই সাকিবের টেস্ট থেকে বিশ্রাম, রুবেলের ভিসা জটিলতা, তামিমের ইনজুরির আর সর্বশেষ ওপেনার সৌম্য সরকারও পড়েছে হাতের ইনজুরিতে।
প্রস্তুতি ম্যাচে ফিল্ডিং করার সময় হাতে ব্যাথা পেয়েছিলেন সৌম্য। যে কারণে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামতে পারেননি তিনি। সৌম্যর পরিবর্তে ইনিংস ওপেন করেন লিটন দাস। আর তামিমের পরিবর্তে ওপেন করেন ইমরুল কায়েস।
দক্ষিণ আফ্রিকা সিরিজের ম্যানেজার মিনহাজুল আবেদিন নান্নু বেনোনি থেকে বাংলাদেশের মিডিয়াকে জানিয়েছেন, হাতে কিছুটা ব্যাথা পেয়েছেন সৌম্য সরকার। আজ রাতে স্ক্যান করলেই বোঝা যাবে আসলে সমস্যাটা কী! আর তামিমের ব্যাপারে নান্নু বলেন, তামিম এখন কিছুটা ভাল আছে। আশা করছি প্রথম টেস্টেই খেলতে পারবে সে।