বিদ্যুতের দাম বাড়ানো নিয়ে বামদের বিক্ষোভ


ই-বার্তা প্রকাশিত: ২৫শে সেপ্টেম্বর ২০১৭, সোমবার  | বিকাল ০৫:২৪ রাজধানী

ই-বার্তা ।। বামপন্থিরা বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব নিয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) গণশুনানি চলার সময় বিক্ষোভ দেখিয়েছে।

রাজধানীর কারওয়ানবাজারে টিসিবি ভবনের নিচে সোমবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) ও গণতান্ত্রিক বাম মোর্চা সমাবেশ করে।

বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেন, বিদ্যুৎ খাতের দুর্নীতি বন্ধ ও প্রশাসিক ব্যয় কমিয়ে বিদ্যুতের দাম দেড় টাকা পযন্ত দাম কমানো সম্ভব।

সম্প্রতি বিদ্যুতের দাম বাড়ানোর বিষয়ে ছয়টি বিতরণ কোম্পানির প্রস্তাব যাচাই-বাছাই করেছে ইআরসি। কোম্পানিগুলো পাইকারিতে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ১৫ শতাংশ এবং গ্রাহক পর্যায়ে ৬ থেকে সাড়ে ১৪ শতাংশ বাড়ানোর প্রস্তাব করেছে।

খালেকুজ্জামান বলেন, বিইআরসি বিদ্যুতের দাম ইউনিটপ্রতি ৫৮ পয়সা বাড়ানোর প্রস্তাব নিয়ে শুনানি করছে।
“বিদ্যুতের মূল্য বৃদ্ধি ৫৮ পয়সা কেন, এক পয়সা যদি বাড়ানো হয় সেটা আমরা মানব না। আলোচনাটা হওয়ার কথা ছিল বিদ্যুতের মূল পরিস্থিতি, এই পরিস্থিতিতে মূল্য বৃদ্ধির তো প্রশ্নই উঠে না।”

বিদ্যুৎ ও চালের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ২৭ সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে বামসংগঠনগুলোর উদোগে বিক্ষোভ সমাবেশ করার কথা ঘোষণা দেন তিনি।

সর্বশেষ সংবাদ

রাজধানী এর আরও সংবাদ